অমর একুশে ফেব্রুয়ারী কে নিয়ে লেখা একটি কবিতা ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
অমর একুশে
{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
একুশ মানে রক্তে রাঙানো ঐ রাজ পথ
একুশ মানে মায়ের ভাষাকে মুক্ত করার শপথ।
একুশ মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
একুশ মানে শত মায়ের সন্তান হাড়ানোর আহাজারী।
একুশ মানে মায়ের ভাষার মুক্ত প্রচলন
একুশ মানে মায়ের কোলে হাসি মুখে একটি শিশুর দোলন।
একুশ মানে মুক্ত ভাষায় প্রকাশ করা সকল মনের কথা
এুকশ মানে ভাষা শহীদের অবদানের কথা।
একুশ মানে ভাষা শহীদের মায়ের বুকের কান্নার সুর
একুশ মানে একটি রক্তে রাঙানো দুপুর।
একুশ মানে বাংলা ভাষার জন্য দেওয়া প্রাণ বিষর্জন
একুশ মানে বাংলা ভাষার জন্য লেখা সকল কবিতা-গান।
একুশ মানে সালম, রফিক, বরকত ও সকল ভাষা শহীদের বিষর্জিত প্রাণ।
একুশ মানে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে জানানো সম্মান।
একুশ মানে আজ স্বাধীন ভাবে বাংলা ভাষায় কথা বলার অর্জিত অধিকার
একুশ মানে সেই সৈরাচার শাসনের প্রতি অযস্র ধিক্কার।
noce
ReplyDelete