নারী কে নিয়ে লেখা একটি নতুন কবিতা ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
নারী
{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
নারী তুমি যে অপরুপ সুন্দর
এই ধরনীর বুকে
ধরনীর সকল সুন্দর হয়ে যায় মলিন,
তোমর ঐ অপরুপ মায়াবী রুপে।
বিধাতা তোমারে যে রুপ করেছে দান
ঐ রুপের কাছে
হয়ে যেতে পারে সব সুন্দর কুরবান।
বিধাতা তোমাতে কি যে দিয়েছে
এক মায়াবী টান
যার জন্য হয়েছে কত সৃষ্টি
সৃষ্টি হয়েছে কত খান খান।
আজও তুমি নারী
হয়ে আছো অপরুপ সুন্দরী
আজও তোমার ছোঁয়া পেয়ে
কত ভীরু হচ্ছে সাহসী ভারি।
তুমি যেমন রেখেছ অবদান
হতে এই সুন্দর সৃষ্টিরে
তোমাকে আমরা জানাই
পরম ভালবাসা এই মন ভরে।
No comments