স্বাধীবতা নিয়ে লেখা একটি নতুন কবিতা ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
স্বাধীবতা
{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
স্বাধীবতা তুমি শত শহীদের রক্তে গড়া একটি গোলাপ ফুল
তোমাকে পেতে লাখ বাঙালী হয়েছিল বেকুল।
স্বাধীবতা, তোমাকে পেতে ঝড়েগেছে কত নাম না জানা প্রাণ
তোমাকে পেয়ে আমরা ভুলেছি আমাদের সকল লোকসান।
স্বাধীবতা তোমাকে পেতে কত নারী হাড়িয়েছে সম্মান
তোমাকে পেয়ে আজ শত নারী পেয়েছে কত সম্মান।
স্বাধীবতা তুমি একাত্তুরের আগে ছিলে বাঙ্গালীর স্বপ্ন
আজ বাঙ্গালী তোমায় পেয়ে হয়েছে ধন্য।
স্বাধীবতা তোমাকে পেতে কত মা দিয়েছে তাদের সন্তানকে কুরবান
তোমাকে পেতে শত স্ত্রী করেছে ত্যাগ স্বামীর সোহাগ, হাড়িয়েছে সন্তান।
স্বাধীবতা আজও তুমি মধুর
যখন শুনি ভর দুপুরে ক্ষেতের পাশে বসে থাকা রাখালের মিষ্টি বাসির শুর।
গ্রামের পাশ দিয়ে হেটে চলা গ্রাম্য বধুর পায়ে নুপুরের টুং টাং স্বর
তাই আমি আজও হই তোমাকে পাওয়ার ভাললাগায় বিভর।
স্বাধীবতা আজ তোমাকে পেয়ে আমরা ধন্য
আজ আমরা ধন্য ধন্য ধন্য
স্বাধীবতা তোমার জন্য।
লাখ শহীদের রক্ত দিয়ে বির্ষজন
স্বাধীবতা, আমরা তোমাকে করেছি অর্জন।
আমরা আজ যে ভাবেই হউক রাখবো স্বাধীবতার মান
যে আসবে করতে হরন আমাদের এই স্বাধীবতা
আমারা তাকেই করব হরন, লড়ব প্রাণপন।
No comments