বাংলাদেশ নিয়ে লেখা একটি কবিতা ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
বাংলাদেশ
{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
লাখ শহীদের রক্তে গড়া
আমাদের এই বাংলাদেশ।
চির সবুজের আবেশে জড়ানো
আমাদের এই বাংলাদেশ।
ছয় ঋতুর পরশে গড়া
আমাদের এই বাংলাদেশ।
নদনদী ও পাখপাখালিতে ভরা
আমাদের এই বাংলাদেশ।
ছায়ার দেশ মায়ার দেশ
আমাদের এই বাংলাদেশ।
কৃষান-চাষীর, কষ্টে ফলা শস্য শ্যামলা
আমাদের এই বাংলাদেশ।
আবেগ জড়ানো মায়া ভরানো
আমাদের এই বাংলাদেশ।
সব মিলিয়ে আমরা সবাই আছি বেশ, নিয়ে
আমাদের এই বাংলাদেশ।
No comments