মায়ের প্রতি ভালবাসা থেকে লেখা একটি কবিতা ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
মা
{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
মাগো তোমার পরশ পেলে
সকল দুঃখ যাই‘গো ভুলে।
যখন তুমি কথা’বলো একটু হাসির ছলে
মনে হয় তখন, আমি যেন আছি বেহেশ্ত তলে।
আমি যখন পেতাম আঘাত ‘মা’গো খেলার ছলে
দৌড়ে এসে তুমি মাগো নিতে আমায় কোলে।
তোমার স্নেহ মাখা হাতের একটু ছোয়া পেলে
সকল দুঃখ এক নিমেশেই আমি যেতাম ভুলে।
তুমি যখন গাইতে মাগো ঘুমপারানি গান
ভাবতাম তখন মা’গো আমি,
এই জগতে তুমিই আমার নিরাপদ স্থান।
যখন আমি প্রথম দেখি এই ধরণীর আলো
তখন থেকেই তুমি আমার বড় আপন
তুমিই আমার চাইতে মাগো সবচাই’তে ভালো।
কেউ যদি আমায় বলে,
বল দেখি এই জগতে কে বেশি ধনবান?
আমি বলব, যার কাছে মা আছে
আর করে যে মায়ের সম্মান
সেইতো ধনী সেই হল ধণবান।।
No comments