Ratri kobita written by Alok Sarkar রাত্রি – আলোক সরকার

Kobita, Ratri written by Alok Sarkar
ভােরবেলায় যখন সাগর এবং পৃথিবী
উন্মুখর সূর্যালােকের সমধর্মী।
ভালােবাসার শাসানাধীন রাজপুরীর সন্ধানে
তখন আমি বেরিয়েছিলুম। যেহেতু ভালােবাসাই
প্লাবিত সেই উজ্জ্বলতার সমমর্মী।
কিন্তু সারাদিনের শেষে অলস অভিমানে
যখন সাগর এবং পৃথিবী
প্রেমিক-চিহ্ন পুড়িয়ে-দেওয়া ছাই।
স্বর্ণচন্দ্রাতপ কিংবা ময়ূর সিংহাসন
একটি মাত্র প্রেয়সী তার দুপুরবেলার চুল
একটি মাত্র প্রেয়সী তার বুকের ঢেউয়ের মাতন
তারও অধিক সন্নিহিত হৃদয়ী দুইকূল।
স্মৃতির দেউল কখনাে নয়, হাওয়া
উষ্ণ এক ঘরের চারদেয়ালে।
কারুকাজের বাহার নেই, কিংবা কারুকাজ
ফাটল-ধরা উদাস মাটির দাওয়ায়।
চন্দ্রালোকের সমর্পিত সাজ
নিবিড় এক স্রোতের পরিপূর্ণতায়
একটি দীপ-ই দুইটি দীপ জ্বালে।
কবিতাঃ রাত্রি
কবিঃ আলোক সরকার
The post Ratri kobita written by Alok Sarkar রাত্রি – আলোক সরকার appeared first on Bangla Kobita~বাংলা কবিতা~Bengali Poem.
from Bangla Kobita~বাংলা কবিতা~Bengali Poem https://ift.tt/3aMGpPC
via IFTTT
No comments