Ami jani na kobita by Kamlesh Sen আমি জানি না – কমলেশ সেন  - Bangla Kobita

Ami jani na kobita by Kamlesh Sen আমি জানি না – কমলেশ সেন 

Kobita, Ami jani na written by Kamlesh Sen

এখানে জীবন পাতাঝরা গাছের মতাে।

তবু মানুষ দখল নিতে চায়

বাপ-দাদার চাষ করা জমির ওপর।

জমি যে কি জিনিস

তা জমি থেকে উৎখাত চাষীরাই জানে।

একফালি জমির জন্যে

জান কবুল-করা

কোন চাষীর কাছেই তেমন কোন ব্যাপার নয়।

চোখের ওপর তাে

সামন্ত প্রভুর কোন অধিকার নেই।

এক মুঠো ভাত

বা এক ফালি জমিই তাে

চাষীর সত্যিকারের জীবন।

আমি জানি না

জীবন বলতে কবিরা কি বােঝে!

কাব্যের ভাষা,

না, জমির ওপর নিঃশর্ত অধিকার!

 

কবিতাঃ আমি জানি না।

কবিঃ কমলেশ সেন।

 

Ami jani na kobita by Kamlesh Sen আমি জানি না - কমলেশ সেন 

The post Ami jani na kobita by Kamlesh Sen আমি জানি না – কমলেশ সেন  appeared first on Bangla Kobita~বাংলা কবিতা~Bengali Poem.



from Bangla Kobita~বাংলা কবিতা~Bengali Poem https://ift.tt/2Yk6jDc
via IFTTT

No comments

Theme images by luoman. Powered by Blogger.