চল্ চল্ চল্ (কাজী নজরুল ইসলাম) - Bangla Kobita

চল্ চল্ চল্ (কাজী নজরুল ইসলাম)



চল্ চল্ চল্

----কাজী নজরুল ইসলাম----

চল্ চল্ চল্!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল,
নিন্মে উতলা ধরণী-তল,
অরুন প্রাতের তরুন দল
 চল্ রে চল্ রে চল্ ʅ
  চল্ চল্ চল্ ʅ ʅ
উষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল|
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রান,
বাহুতে নবীন বল|



No comments

Theme images by luoman. Powered by Blogger.