ছরা হাটে যাবো (আহসান হাবীব) - Bangla Kobita

ছরা হাটে যাবো (আহসান হাবীব)


  ছরা

হাটে যাবো

---- আহসান হাবীব----

হাটে যাবো হাটে যাবো ঘাটে নেই নাও,
নি-ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও।
নিয়ে যাবো নিয়ে যাবো কতো কড়ি দেবে?
কড়ি নেই কড়া নেই আর কিবা নেবে?

সোনামুখে সোনা হাসি তার কিছু দিও।
হিাসিটুকু নিও আর খুাশিটুকু নিও।




No comments

Theme images by luoman. Powered by Blogger.