মানুষ নিয়ে লেখা একটি কবিতা ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
মানুষ
{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি যে জীব
তার নাম মানুষ।
বিধাতা যারে দিয়েছে শ্রেষ্ঠত্ব
ও বাড়িয়ে বিবেকের হুস।
আজ ভুলে সব শ্রেষ্ঠত্ব
সৃষ্টির শ্রেষ্ঠ সেই মানুষ,
দিয়ে সে বিবেকের বিসর্জন
হারিয়েছে সে হুস।
বিধাতার পরমকরুণায় যে,
পেয়েছে ঠাই ধরণীর বুকে।
আজ সে লিপ্ত এমনি জঘণ্য কাজে,
হাড়িয়ে তার সম্মান
হয়েছে সে সবচেয়ে বাজে।
ওরে মানুষ ফিরিয়ে আন তোমার হুস
হয়োনা পার্থিব সম্পত্তির লোভে বেহুস।
ভুলো না রক্তের সম্পর্ক
করো না অযথা তর্ক।
চেয়ে দেখ ইতিহাস
কারা ছিল মহৎ প্রাণ?
ফিরিয়ে আন তোমার বিবেকের হুস
হয়ে উঠো মহা প্রাণ।।
তার নাম মানুষ।
বিধাতা যারে দিয়েছে শ্রেষ্ঠত্ব
ও বাড়িয়ে বিবেকের হুস।
আজ ভুলে সব শ্রেষ্ঠত্ব
সৃষ্টির শ্রেষ্ঠ সেই মানুষ,
দিয়ে সে বিবেকের বিসর্জন
হারিয়েছে সে হুস।
বিধাতার পরমকরুণায় যে,
পেয়েছে ঠাই ধরণীর বুকে।
আজ সে লিপ্ত এমনি জঘণ্য কাজে,
হাড়িয়ে তার সম্মান
হয়েছে সে সবচেয়ে বাজে।
ওরে মানুষ ফিরিয়ে আন তোমার হুস
হয়োনা পার্থিব সম্পত্তির লোভে বেহুস।
ভুলো না রক্তের সম্পর্ক
করো না অযথা তর্ক।
চেয়ে দেখ ইতিহাস
কারা ছিল মহৎ প্রাণ?
ফিরিয়ে আন তোমার বিবেকের হুস
হয়ে উঠো মহা প্রাণ।।
No comments