আমার বাংলা ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) } - Bangla Kobita

আমার বাংলা ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }

আমার বাংলা

{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }

 

বাংলা আমার মাতৃভূমি
বাংলার রূপে মুগ্ধ আমি।
গর্ব করি বাংলা নিয়ে,
বাংলাকে বেসেছি ভাল জীবন দিয়ে।
বাংলা আমার মায়ের ভাষা
বুক ভরে আমি বেঁধেছি আশা।

এ আশার স্বপনে
বাজাই বাংলার মোহন বাঁশি,
বাংলা মায়ের বুকে আমি
আবার যেন ফিরে আসি।।

No comments

Theme images by luoman. Powered by Blogger.