পাখি ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
পাখি
{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
ও পাখি কি করে তুমি
মিষ্টি সুরে করো গান?
কষ্ট পেলেই কি করে তুমি
ভাঙ্গাও তোমার মান?
তোমাকে দেখে মনে হয়
একটি উচ্ছাসিত প্রাণ।
শিখাবে কি?
কি করে করো গান
আমিও’তো শিখতে চাই
তোমার মত গান।
আমিও ভাঙ্গতে চাই
আমার সকল মান।
ও’ নিষ্পাপ পাখি
আমাকেও শিখিয়ে দাও গান
আমি যেন পারি হতে
একটি নিষ্পাপ প্রাণ।
মিষ্টি সুরে করো গান?
কষ্ট পেলেই কি করে তুমি
ভাঙ্গাও তোমার মান?
তোমাকে দেখে মনে হয়
একটি উচ্ছাসিত প্রাণ।
শিখাবে কি?
কি করে করো গান
আমিও’তো শিখতে চাই
তোমার মত গান।
আমিও ভাঙ্গতে চাই
আমার সকল মান।
ও’ নিষ্পাপ পাখি
আমাকেও শিখিয়ে দাও গান
আমি যেন পারি হতে
একটি নিষ্পাপ প্রাণ।
No comments