জোনাকি ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
জোনাকি
{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
সন্ধা হলেই ঘাসের ফাঁকে
জোনাকিরা উঠছে জেগে,
অন্ধকারের প্রদীপ সেজে
দুলছে তারা ঘাসের মাঝে।
হাওয়ার মাঝে মেলছে পাখা
অন্ধকারে যাচ্ছে দেখা,
মনে হয় যেন স্বপ্নে আকাঁ
জোনাকিরা উঠছে জেগে,
অন্ধকারের প্রদীপ সেজে
দুলছে তারা ঘাসের মাঝে।
হাওয়ার মাঝে মেলছে পাখা
অন্ধকারে যাচ্ছে দেখা,
মনে হয় যেন স্বপ্নে আকাঁ
ঘাসের মাঝে প্রদীপ রাখা।
ছোট্ট ডানায় ভর করে
দুইটি পাখা মেলে,
অন্ধকারে উড়ে বেড়ায়
ছোট্ট ডানায় ভর করে
দুইটি পাখা মেলে,
অন্ধকারে উড়ে বেড়ায়
আলোর প্রদীপ জ্বেলে।
No comments