আমি ও শীত ---এর একটি গল্প { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) } - Bangla Kobita

আমি ও শীত ---এর একটি গল্প { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }

আমি ও শীত

{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }


 

    একদিন শীতের সকালে আমি ঘুমথেকে উঠে  খুব ভোরে হাটতে বের হলাম ঠিক তখনি কথা হলো শীতের সাথে। আমি ও শীত দু’জনেই পাশাপাশি হাটছি। শীতের সাথে আমার কথাঃ

আমি    ঃ শীত, কেমন আছো?
শীত     ঃ ভাল। তুমি ভালো আছোতো ?
আমি    ঃ ভাল আছি। আচ্ছা শীত  তোমার কাছে একটি            
             কথা জানতে পারি?
শীত    ঃ কি কথা?
আমি    ঃ আচ্ছা তুমি কেন এত হিম হও? তোমার হিমে অনেক           
             দরিদ্র মানুষ যে কষ্ট পায়। তুমি কেন তাদের কষ্ট দাও?
শীত     ঃ দেখ বন্ধু আমিতো আমার কাজ করি, আমার’তো 
            এখানে কোন ত্র“টি থাকা মানায় না। আমিতো প্রকৃতির      
            এক নিয়ম মাত্র। এতে‘তো আমার কোন হাত নেই।  
            আচ্ছা বন্ধু তোমরা তো মানুষ সৃষ্টির স্রেষ্ট জীব। তোমরা 
             তো তোমাদের কষ্ঠ গুলো দূর করার ক্ষমতা রাখো।      
             তা করনা কেন? আমি তো দেখি তোমাদের আশে     
             পাশে অনেকেই আমাকে উপভোগ করে। তবে তারা 
             কেন অন্যকে সাহায্য করেনা আমাকে মানিয়ে নিতে?
আমি    ঃ বন্ধু তুমি ঠিকই বলেছ। আমিও তোমার মত এই 
              প্রশ্নের উত্তরের খোজ করছি কিন্তু কোন সঠিক 
              উত্তর খুজে পাচ্ছিনা। সত্যি বলতে কি আমর 
              মানুষ যে সৃষ্টির স্রেষ্ট জীব তা কেন হয়েছি তাই            
              হয়তো ভুলে গেছি, হয়তো  নিজেদের নিয়েই   
              মেতে আছি।
শীত    ঃ বন্ধু জানো ঐ সকল মানুষের মধ্যে সবচেযে বড়       
            সমস্যাটা কোথায়?
আমি    ঃ না! কোথায়?
শীত     ঃ তারা যখন সুখে থাকো তখন ভুলে যায় সব দুঃখ।
            তারা ভাবে তারা আর কখনও দুঃখি হবে না। তারা সবপেয়ে গেছে। তাই তারা আর অন্যর কষ্টের দিকে নজর দিতে চায় না। তখন তাদের দায়িত্ব কর্তব্য সব ভুলে যায়। তারা ভাবে নিজের সুখে থাকাটাই বড় ব্যাপার। তখন তারা আর এই কথাটি স্মরণ করে না যে দুঃখ আবার ফিরে আসতে পারে। তাই‘তো তোমাদের সমাজে এত সমস্যা। তারা কখনও ভাবে না প্রকৃতি নিয়ে। দুঃখ ও সুখ যে প্রকৃতির পালা বদলেরই একটি খেলা ঠিক প্রকৃতি ঋতুকে যেমন পরিবর্তন করে।  তেমনি সুখের পরও দুঃখ আসে। সেই সকল বিলাসী মানুষ গুলো ভুলে গেছে প্রকৃতির নিয়ম। তারা রাজত্ব্য করতে চায় প্রকৃতির নিয়মের উপর। তারা হয়ে উঠেছে অহংকারী। তাদের অহংকার একদিন ভাঙবে, হয়তো তখন আর সময় থাকবে না ক্ষমা চাওয়ার! আচ্ছা বন্ধু   রাখো একখন  এসব কথা। সূর্য দেখা দিচ্ছে আমার এখন যাবার সময় হলো, আবার দেখা হবে বন্ধু।
আমি    ঃ ঠিক আছে, ভালো থেকো। আবার দেখা হবে।

No comments

Theme images by luoman. Powered by Blogger.