কবি নজরুল কে নিয়ে লেখা একটি কবিতা { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) } - Bangla Kobita

কবি নজরুল কে নিয়ে লেখা একটি কবিতা { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }

কবি নজরুল

{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }

 

বাংলাভাষাকে যে ভালবেসেছিল আপ্রাণ
বাংলাকে নিয়ে যিনি লিখেছে কত কবিতা ও গান।
যার কবিতা ও গানের সুরে মুগ্ধ হয়ে
ফুটে উঠেছিল সকল ফুল
সে যে আমাদের বিদ্রোহী কবি, কবি নজরুল ।

ছোট বেলায় যিনি তুলেছিল হাতে
কবিতা নামক হাতিয়ার।
যার ক্ষমতা টের পেয়েছিল
ব্রিটিশ সরকার।

শিক্ষক যার কবিতায় মুগ্ধ হয়ে
বলেছিল ফুটবে একদিন এই ফুল,
সেইতো ছিল আমাদের কবি,
সকলের কবি, কবি নজরুল।

ছোট বেলা থেকে যে বিচরন করত
মুক্ত পাখির মত
সকল অন্যায়ের প্রতিবাদ সে
করত বীরের মত।

যার লেখনিতে সেই ব্রিটিশদেরও
কেঁপে উঠেছিল ভিত 
যার কবিতার ভয়ে ব্রিটিশরা
জ্ঞান হাড়াত হিতাহিত।

যাঁকে আজও শ্রদ্ধাভরে স্মরণ করে সকল বাঙ্গালী।
যাঁর কবিতা আজও সকলের মনে ফুটায় কত রকম ফুল।
সে আমাদের কবি, সকলের কবি, বিদ্রোহী কবি নজরুল ।

1 comment:

Theme images by luoman. Powered by Blogger.