একটি আম গাছ ও বুলবুলি পাখির গল্প { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) } - Bangla Kobita

একটি আম গাছ ও বুলবুলি পাখির গল্প { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }

একটি আম গাছ ও বুলবুলি পাখি

{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }

 

সে অনেক দিন আগেকার কথা। ছোট্ট একটি গ্রামে ছিল একটি বড় আম গাছ। সে খানে আম গাছের একটি নিচু ডালে বাস করতো দুইটি বুলবুলি পাখি। সে সময় সেখানকার দুষ্ট ছেলেরা অনেক পাখিদের ধরে ধরে হত্যা করত। ফলে বুলবুলি পাখি গুলোকে অনেক কষ্টে লুকিয়ে বাচঁতে হতো। একদিন তাদের ডিম পাড়ার সময় হল কিন্তু তারা দুষ্টু ছেলেদের ভয়ে ভীতু হয়ে পরল। একদিন এই দুঃখের কথা তারা আম গাছকে বলল। তাদের কথা শুনে আম গাছটির তাদের প্রতি খুব সহানুভূতি হলো। ফলে আম গাছটি তার উচুঁ মগ ডালে বুলবুলি পাখিদের নতুন করে বাসা তৈরি করার জন্য অনুমতি দিল আর দুষ্ট ছেলেদের কে শাুস্তি দেওয়ার ব্যবস্থা করবে বলে ওয়াদা করল। তারপর একদিন বুলবুলি পাখিরা তাদের নতুন বাসায় ডিম পারলো। কয়েক দিন পর পাখিদের ছানা ফুটলো। হঠাৎ একদিন দুষ্টু ছেলেদের চোখে পড়ল সেই আম গাছটিতে। এতে পাখিরা ভয় পেয়ে গেল। তারা আম গাছকে ভয়ের কথা জানালো। আম গাছটি তাদের বলল, “তোমরা কোন ভয় পেয়ো না আমি তোমাদের সাহায্যে করব। তোমরা তোমাদের ছানাদের দিকে লক্ষ্য রেখো।” কয়েকদিন পর দুষ্টু  ছেলেরা সবাই মিলে পাখি ধরার জন্য আম গাছের কাছে এল। দুষ্ট ছেলেদের মধ্যে একটি ছেলে আম গাছটিতে উঠল। সে একটি ডালায় চুপটি করে বসে রইল। যেই পাখিরা তাদের বাসার সামনে আসল। তখনই সে পাখির বাসায় হাত দিতে গেল। অমনি হঠাৎ আম গাছটি তার ডাল ভেঙ্গে দিল আর সেই দুষ্ট ছেলেটি গাছ থেকে পড়ে তার পা ভাঙ্গল। সকল দুষ্ট ছেলেরা ভয় পেয়ে গেল । তার পর থেকে কেউ আর পাখি ও তার ছানাদের ধরে না। দুষ্ট ছেলেরা সবাই ভালো হয়ে গেল। তারপর বুলবুলি পাখিরা ও আম গাছটি সুখে দিন কাটাতে লাগলো।

2 comments:

Theme images by luoman. Powered by Blogger.