Somoy kobita Sunil Gangopardhyay সময় – সুনীল গঙ্গোপাধ্যায় - Bangla Kobita

Somoy kobita Sunil Gangopardhyay সময় – সুনীল গঙ্গোপাধ্যায়

Somoy kobita Sunil Gangopardhyay সময় - সুনীল গঙ্গোপাধ্যায়

Kobita, Somoy written by Sunil Gangopardhyay

 

বিষন্ন সন্ধ্যার জাল তােলে এক নীরব শিকারী
চেয়ে দেখে সব পাখি হয়েছে উধাও
দু’ একটি বৃত্তঝরা আলাের পালক থাকে, তাও
হাত পেতে চেয়ে নেয় রাত্রির ভিখারী।

শূন্য মনে ফিরে যায়। ব্যর্থতার, দু’ চোখের কালাে
বন্যার শব্দের মতাে দিগন্তে ছড়ায়
নিঃসঙ্গ অরণ্য থাকে যন্ত্রণায় স্তব্ধ প্রতীক্ষায়
কখন হৃদয়ে বেঁধে বর্ণচোরা আলাে।

শুকনাে পাতায় ভাঙে ঘুমহীন পাণ্ডু নীরবতা
জোনাকিরা মগ্ন হতে চায় ভিজে ঘাসে
মৃগ শিশু বুকে নিয়ে জেগে থাকে রাত্রির দেবতা
ধূসর রুগণ জ্যোৎস্না মেলায় আকাশে।

নিশ্চিত ভোরের সূর্য অকরুণ, ক্লান্তিহীন মুখে
জায় জটিল জাল জীবনের মতাে
অনেক বাতাস কাঁপে ঘুমভাঙা শূন্যতার বুকে
আবার সকাল, দিন, সব ক্রমাগত ।

আবার সন্ধ্যার জাল তােলে এক নীরব শিকারী
জানা আছে সব পাখি হবেই উধাও।
যা কিছু আলােক থাকে ক্লান্তি দিয়ে তাও
হারায়, জানে না ক্রমে নিজেও সে হয়েছে ভিখারী।

 

Somoy kobita Sunil Gangopardhyay সময় - সুনীল গঙ্গোপাধ্যায়

The post Somoy kobita Sunil Gangopardhyay সময় – সুনীল গঙ্গোপাধ্যায় appeared first on Bangla Kobita~বাংলা কবিতা~Bengali Poem.



from Bangla Kobita~বাংলা কবিতা~Bengali Poem https://ift.tt/3nQvqcy
via IFTTT

No comments

Theme images by luoman. Powered by Blogger.