কম্পিউটার সাধারণ জ্ঞান (computer basic knowledge) - Bangla Kobita

কম্পিউটার সাধারণ জ্ঞান (computer basic knowledge)

 কম্পিউটার সাধারণ জ্ঞান (computer basic knowledge)

 

**নৈর্ব্যত্তিক প্রশ্ন:উত্তর**

কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র

আধুনিক কম্পিউটারের জনক কে? – জনক চালর্স ব্যাবেস

কম্পিউটারের স্মৃতি কত প্রকার? -কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার

LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display.

PC অর্থ কী? – Personal Computer.

CPU কী? -Central Processing Unit

1 KB = ? উত্তরঃ 1 KB = 1024 Byte.

কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন

কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom

১০ কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা

১১ ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে?

        স্টিভ চ্যাল জাভেদ করিম

১২ কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?

        সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

 ১৩ -মেইল কি?- ইলেকট্রনিক মেইল

১৪ কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর

১৫ কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার

১৬ বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল গেটস

১৭ কম্পিউটার বায়োস (BIOS) কি? -Basic Input-Output System

১৮ কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়? -মাদারবোর্ড

১৯ কম্পিউটার ্যাম কি? -স্মৃতিশক্তি

২০ কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-

        -হার্ডওয়্যার সফটওয়্যার অংশ

২১ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- -চীন

২২ IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -Intel 4004

২৩ কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? -১৯৭৯ সালে

২৪ কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? - প্রকার

২৫ চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা

২৬ বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকেু হয়?

        -১৯৯৬ সালের জুন

২৭ কম্পিউটারের এই ‘#’চিহ্ন কে কি বলে?   -হ্যাস চিহ্ন

২৮ ওয়েব অর্থ কি?-   – জাল

২৯ মাইক্রো শব্দের অর্থ কি?  – ক্ষুদ্রাকার

৩০ অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী

কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়?  -ইন্টারনেট

 ৩১ কম্পিউটারের ব্যবহার নয় কোনটি?  -স্বপ্ন দেখা

৩২ মাউস ক্লিক বলতে কি বুঝায়?  মাউসের বাম বোতামে চাপা

৩৩ কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? -Compute

৩৪ কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? - ধরনের

৩৫ পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়?-   -প্রেজেনটেশন

৩৬ কোনটি ডাটা সংরক্ষণ স্থানান্তরের ব্যবহৃত হয়? -পেনড্রাইভ

৩৭ নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয়

৩৮ তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? -ডাক বিভাগ

৩৯ অপারেটিং সিষ্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি

৪০ Find কমান্ড থাকে কোন মেনুতে? -Edit

৪১ অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়?

-ফন্ট ডায়লগ বক্সে

৪২ মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে

সফ্টওয়্যার- – প্রাণ

৪৩ কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়েকম

৪৪ বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ

দিতে হয় -বোতামে

৪৫ কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম . প্রবর্তন

করেন? -১৯৭১ সালে

৪৬ কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? -বাইট

৪৭ প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?লেডি অ্যাডা অগাষ্টা

৪৮ পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? -মাল্টিমিডিয়া

৪৯ কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে? -ন্যানো সেকেন্ড

৫০ কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? -গণিতবিদ

৫১ চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা

৫২ মাইক্রো শব্দের অর্থ কি? -ক্ষুদ্রাকার

৫৩ নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? -কীবোর্ডের ডান দিকে

৫৪ সফ্টওয়্যারের অমত্মর্ভূক্ত নয় কোনটি? -মনিটর

৫৫ ফাইল কপি বা স্থানামত্মর প্রক্রিয়ার চুড়ামত্ম নির্দেশ হল- -Copy

৫৬ একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রম? -ডেটাবেজ

৫৭ পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়- -প্রেজেন্টেশন

৫৮ কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযোগী?                       -এম.এস.এক্সেল

৫৯ কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের

প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার

৬০ কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী? -ইন্টেল

৬১ BOL কি?- Bangladesh Online Limited.

৬২ অপারেটিং সিস্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি

৬৩ Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে

৬৪ কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে

৬৫ নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা

৬৬ উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল?- -১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর

৬৭ জন্ম তারিখ হলো একটি- ফিল্ড

৬৮ অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়ালগ বক্সে

৬৯ মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার- -প্রাণ

৭০ কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম

৭১ Binary disit থেকে উৎপত্তি হয়- -Bit

৭২ প্রোগ্রামের মূল লক্ষ্য কী?

-সমস্যার সমেত্মাষজনক সমাধান

৭৩ কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- -. স্টিবিজ

৭৪ বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়?-বোতামে

৭৫ লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম

৭৬ যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?

        -এন্টিভাইরাস

৭৭ মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে? -লজিক বোর্ড

৭৮ দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?-মডেম

৭৯ কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট

৮০ এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?-স্প্রেডশিট

৮১ কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?সফটওয়্যার

৮২ কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো সেকেন্ড

৮৩ কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার

৮৪ কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? -তথ্য বা ডাটা

৮৫ কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? -নির্দেশ অনুযায়ী

৮৬ কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? -নিজস্ব ভাষা

       NEXT >

 

1 comment:

Theme images by luoman. Powered by Blogger.