কম্পিউটার সাধারণ জ্ঞান (computer basic knowledge) (part5) - Bangla Kobita

কম্পিউটার সাধারণ জ্ঞান (computer basic knowledge) (part5)

কম্পিউটার সাধারণ জ্ঞান (computer basic knowledge)  (part5)

 

 **নৈর্ব্যত্তিক প্রশ্ন:উত্তর**

৩৪৫ প্রথম কমপিউটার প্রোগ্রামার কে?

উঃ- লেডি অগডা আগাস্ট

৩৪৬ I.B.M এর পূর্ণরূপ কোনটি?

উঃ- International Business Machine.

৩৪৭ কাজের প্রকৃতি অনুসারে কমপিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী?

উঃ- এনালগ, ডিজিটাল, হাইব্রিড

৩৪৮ প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী?

উঃ- লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স

৩৪৯ লাইট পেন হল এক ধরনের ——-কী?

উঃ- ইনপুট ডিভাইস

৩৫০ ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে

উঃ- পিন রিবণের সাহায্যে

৩৫১ কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?

উঃ- লেজার প্রিন্টার

৩৫২ প্লটার কোন ধরনের যন্ত্র?

উঃ- আউটপুট ডিভাইস

৩৫৩ প্লটার কী?

উঃ- মানচিত্র অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য একধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়েথাকে

৩৫৪ মডেম কোন ধরনের যন্ত্র?

উঃ- ইনপুট আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে

৩৫৫ কোন যন্ত্রের সাহায্যে কমপিউটার ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্য প্রেরণ গ্রহণ করা যায়

উঃ- মডেম

৩৫৬ Modulator Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?

উঃ- MODEM.

৩৫৭ ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না?

উঃ- ফিল্ম

৩৫৮ পোস্ট স্ক্রিপ্ট কী?

উঃ- প্রিন্টারের ভাষা

৩৫৯ পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী?

উঃ- মাইক্রো কমপিউটার

৩৬০ ক্লোন কী?

উঃ- আই.বি.এম পিসির নকল

৩৬১ মাইক্রোপ্রসেসরের ৮০৮০ ভিত্তিক কমপিউটারের নাম কী ছিল

উঃ- আলতেয়ার

৩৬২ কোন সালে আই.বি.এম পিসি নামে মাইক্রো কমপিউটার বাজারে ছাড়ে?

উঃ- ১৯৮১ সালে

৩৬৩ মাইক্রোসফ্ট কোম্পানির এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কী / প্রতিষ্ঠাতার নাম কী?

উঃ- বিল গেটস

৩৬৪ সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার?

উঃ- সুপার কমপিউটার

৩৬৫ মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কি?

উঃ- প্রসেসর ্যাম

৩৬৬ ফার্মওয়ার সংরতি থাকে কোথায়

উঃ- রমে

৩৬৭ কমপিউটারের যাবতীয় গাণিতিক যুক্তিমূলক সমস্যা সমাধান করে…….

উঃ- ALU

৩৬৮ কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?

উঃ- ডটিা প্রসেসিং করা

৩৬৯ মাইক্রো প্রসেসর কত সালে আবি®কৃত হয়?

উঃ- ১৯৭১ সালে

৩৭০ ইউনিভ্যাক মার্ক- কোন প্রজন্মের কমপিউটার?

উঃ- প্রথম প্রজন্মের

৩৭১ কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়?

উঃ- ১৯৪৮ সালে

৩৭২ ইন্টেল কোন দেশের কোম্পানি?

উঃ- যুক্তরাষ্ট্র

৩৭৩ কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়

উঃ- তৃতীয় পজন্মের

৩৭৪ মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কমপিউটারে?

উঃ- চতুর্থ

৩৭৫ কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী?

উঃ- নির্ভুলতা

৩৭৬ মাই কমপিউটার হল ——–

উঃ- ডকুমেন্টর ফোল্ডার

৩৭৭ কোনটি স্টোরেজ ডিভাইস?

উঃ- হার্ডডিস্ক

৩৭৮ নেটওয়ার্কিং এর সুবিধা কী?

উঃ- একসাথে অনেক লোক ব্যবহার করতে পারে

৩৭৯ কমপিউটার কার্যম করার জন্য কী প্রয়োজন?

উঃ- Operating System.

৩৮০ হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়?

উঃ- নভোযান-

৩৮১ কোনটি ফাংশন কী?

উঃ- F10.

৩৮২ মাইক্রো কমপিউটার হল———-

উঃ- ড্রাইভ ফোল্ডার

৩৮৩ সফটওয়্যার কী?

উঃ- এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি

৩৮৪ BIOS কী?

উঃ- একটি ফার্মায়্যার

৩৮৫ তৃতীয় প্রজন্মর কমপিউটারের বৈশিষ্ট্য কী?

উঃ I.C.

৩৮৬ আকার আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার?

উঃ- চার প্রকার

৩৮৬ আই.বি.এম ১৬২০ কমপিউটারটি কী ধরনের কমপিউটার?

উঃ- মেইনফ্রেম কমপিউটার

৩৮৭ কোনটিকে রিডরেঞ্জ কমপিউটার বলা হয়?

উঃ- মিনিফ্রেম কমপিউটার

৩৮৮ কমপিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি?

উঃ- তিনটি

৩৮৯ কেন্দ্রীয় প্রকৃয়াকরণের অংশগুলি কী কী?

উঃ- মেমোরি,লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট ইত্যাদি

৩৯০ প্রথম গণনা যন্ত্রের নাম কী?

উঃ- অ্যাবাকাস

৩৯১ পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কী?

উঃ- MARK-1

৩৯২ মার্ক- এর দৈর্ঘ ছিল?

উঃ- ৫১ ফুট লম্বা

৩৯৩ সংরতি প্রোগ্রামের ধারণা দেন কে?

উঃ- .জন ভন নিউম্যান

৩৯৪ সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি?

উঃ- ইউনিভ্যাক

৩৯৫ আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয়

উঃ- ১৯৬২ সালে

৩৯৬ সিস্টেম সফ্টওয়্যার কত প্রকার?

উঃ- প্রকার

৩৯৭ মিডিয়া প্লেয়ার সফ্টওয়্যার কত প্রকার?

উঃ- প্রকার

৩৯৮ কর্যগত দিক থেকে কমপিউটারের সফ্টওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়?

উঃ- ভাগে

৩৯৯ সফ্টওয়্যার কত প্রকার?

উঃ- প্রকার

৪০০ ডাটাবেজ সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি?

উঃ- D Base.

৪০১ প্রজেন্টেশন সফ্টওয়্যার কোনটি?

উঃ- MS power point.

৪০২ কমপিউটারের প্রাণ/ কমপিউটার হার্ডওয়্যার গুলোর প্রাণ কী? উঃ- সফটওয়্যার

৪০৩ কমপিউটারের যে ডিস্কে সিস্টেম সফ্টওয়্যার থাকে তাকে কী বলে?

উঃ- ্যামের স্পেস

404 আধুনিক সিস্টেম সফ্টওয়্যার নিউকিয়াস কোনটি?

উঃ- কারনেল

405 কিসের উপর ভিত্তি করে সিস্টেম সফ্টওয়্যার গড়ে উঠে?

উঃ- কারনেল

406 টাইম শেয়ারিং সফ্টওয়্যার কোন েেত্র ব্যবহৃত হয়?

উঃ- লোকাল এরিয়া নেটওয়ার্ক

407 কমপিউটারের জন্য অপরিহার্য সফ্টওয়্যার কোনটি?

উঃ- সিস্টেম সফ্টওয়্যার

408 কোনটি সিস্টেম সফ্টওয়্যার এর অন্তরর্ভুক্ত নয়

উঃ- প্যাকেজ সফ্টওয়্যার

409 এম.এস ওয়ার্ড কী ধরনের সফ্টওয়্যার?

উঃ- প্যাকেজ প্রোগ্রাম

410 Windows NT কত বিটের?

উঃ- ৩২ বিটের

411 সফ্টওয়্যার হচ্ছে————

উঃ- কমপিউটারের একটি প্রকৃয়াকরণ অংশ

412 কোন সফ্টওয়্যারের সাহায্যে প্রফেশনাল নিউজলেটার রিপোর্ট তৈরি করা যায়?

উঃ- Word Processor.

413 ওয়্যার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব কী একবার চাপলে কতটুকু জায়গা সরে?

উঃ- আধা ইঞ্চি

414 বাংলা সফ্টওয়্যার শহীদ লিপি ব্যবহার করা হয় কোন কমপিউটারে

উঃ- মেকিনটোশ কমপিউটারে

415 বাংলায় কাজ করার জন্য উল্লেখযোগ্য সফ্টওয়্যার কী কী?

উঃ- বিজয়, লেখনী, প্রবর্তন ইত্যাদি

416 মাইক্রো কমপিউটারের আদর্শ ডাটাবেজ সফ্টওয়্যার কী?

উঃ- এক্সেস

417 ডাটাবেজ ব্যবস্থাপনা সফ্টওয়্যার কোনটি?

উঃ- লোটাস --

418 মেইনফ্রেম কমপিউটারের সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত ডাটাবেজ সফ্টওয়্যার কোনটি?

উঃ- ওরাকল

419 অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার কত প্রকার?

উঃ- দুই প্রকার

420 OS/2 কত বিটের অপারেটিং সিস্টেম?

উঃ- ৩২ বিটের

421 কোন অপারেটিং সিস্টেমে মাউস কিক ডাবল কিক অতি প্রয়োজনীয় বিষয়?

উঃ- চিত্র ভিত্তিক

422 আই.বি.এম কমপিউটারে যখন শুধুমাত্র ডস অপারেটিং সিস্টেমে কাজ করা হতো তখন সব রকম নির্দেশ দেয়ার জন্য কী ব্যবহৃত হতো?

উঃ- ফাংশন কী

423 ডস অপারেটিং সিস্টেমের বহুল ব্যবহৃত ¯েপ্রডশীট প্রোগ্রাম কী?

উঃ- লোটাস ,,

424 ফোল্ডার প্রকৃত পে একটি আইকন যার ভিতরে কী থাকে

উঃ- অতিরিক্ত ফোল্ডার ফাইল

425 উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন কী?

উঃ- উইন্ডোজ

426 উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি?

উঃ- মাইক্রোসফ্ট করপোরেশন

427 ডস কমান্ড কত প্রকার?

উঃ- প্রকার

428 হিসাব সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি?

উঃ- Ms excel.

429 ওয়ার্ড প্রেসেসিং সফ্টওয়্যার কোনটি?

উঃ- Ms word.

430 সফ্টওয়্যার কাকে বলে?

উঃ- কমপিউটারের প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে বলে

431 কমপিউটারের ভাষা কোনটি?

উঃ- মেশিন ল্যাঙ্গুয়েজ

< PREVIEW                       NEXT >coming soon

No comments

Theme images by luoman. Powered by Blogger.