আকাশকে নিয়ে লেখা একটি কবিতা ।। { লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
আকাশ
{ লেখক- মোঃ ফয়সাল কবির (রিপন) }
আকাশ, তুমি যেমন দেখিয়েছো আমাদের
তোমার বিশালতা, ওরে
তোমার বুকে দিয়েছো ঠাই
চাঁদ, সূর্য ও কত গ্রহ নক্ষত্ররে ।
কত গ্রহ পেয়েছে তোমার অনুগ্রহ, ওরে’
আমাদের দাও শিক্ষা
তোমার মহানুভবতার
হয়ে উঠতে চাই
উত্তম ছাত্র, তোমার।
শিক্ষা দাও আমাদের
তোমার মহানুভবতার।
কি করে থাকো তুমি এক সাথে
নিয়ে তোমার পরিবার।
কি করে টিকে আছো
আজও হয়ে দুর্বার!
যেন দেখেই মনে হয়
তোমরা একটি একান্নবত্তি পরিবার।
রাতের বেলা তোমার বুকে
তারা’রা করে খেলা।
দেখে যেন মনে হয়
ফুট ফুটে শিশুদের বসেছে মেলা।
আমিও বানাতে চাই তোমার মত করে
একটি সুখের ভেলা।
তোমার বিশালতা, ওরে
তোমার বুকে দিয়েছো ঠাই
চাঁদ, সূর্য ও কত গ্রহ নক্ষত্ররে ।
কত গ্রহ পেয়েছে তোমার অনুগ্রহ, ওরে’
আমাদের দাও শিক্ষা
তোমার মহানুভবতার
হয়ে উঠতে চাই
উত্তম ছাত্র, তোমার।
শিক্ষা দাও আমাদের
তোমার মহানুভবতার।
কি করে থাকো তুমি এক সাথে
নিয়ে তোমার পরিবার।
কি করে টিকে আছো
আজও হয়ে দুর্বার!
যেন দেখেই মনে হয়
তোমরা একটি একান্নবত্তি পরিবার।
রাতের বেলা তোমার বুকে
তারা’রা করে খেলা।
দেখে যেন মনে হয়
ফুট ফুটে শিশুদের বসেছে মেলা।
আমিও বানাতে চাই তোমার মত করে
একটি সুখের ভেলা।
No comments